স্টাফ রিপোর্টার : চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে ইতোমধ্যে অনুশীলন শুরু করে দিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। গত ৮ ফেব্রুয়ারি থেকে মিরপুরের হোম ক্রিকেটে চলছে নিবিড় অনুশীলন। এরপর ১৪ ফেব্রুয়ারি দুবাইয়ের উদ্দেশে যাত্রা করবে বাংলাদেশ দল। ডাক মারা অর্থাৎ শূন্য রানে প্যাভিলিয়নের পথ ধরা। এমন মুহূর্ত নিশ্চয় কোনো ক্রিকেটার চান না। তবে না চাইলে কি হবে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ডাক মারার রেকর্ডের তালিকায়ও বেশ লম্বা। সবার ওপরে যিনি আছেন, তিনি আবার তার সময়ের সেরা খেলোয়াড়দের একজন। লজ্জার সেই রেকর্ডের শীর্ষে আছেন অস্ট্রেলিয়ান তারকা অলরাউন্ডার শেন ওয়াটসন। আইসিসির এই টুর্নামেন্টটিতে একবার দুবার করে মোট চারবার শূন্য রানে ফিরেছিলেন ওয়াটসন। ১৫ ইনিংসের মাঝে চারবার কোনো রানই করতে পারেননি। এই তালিকার দ্বিতীয় অবস্থানে একজন বাংলাদেশি ব্যাটার। বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৫টি ইনিংস খেলেই রেকর্ডবুকে এসেছেন। এই পাঁচ ম্যাচের তিনটি ম্যাচে কোনো রান করতে পারেননি বাশার। তালিকায় তিনে নিউজিল্যান্ডের তারকা ওপেনার নাথান এসলে। তার ঝুলিতেও তিনটি ডাক। তবে তিনি ১৫ ইনিংসে তিনবার শূন্য রানে ফিরেছিলেন। পাকিস্তানের সাবেক ব্যাটার শোয়েব মালিকেরও তিনটি ডাক। তবে তিনি খেলেছেন ১৮টি ইনিংস। পরের স্থানটি শ্রী লঙ্কার কিংবদন্তি সনত জয়সুরিয়ার। টুর্নামেন্টটিতে ২০ বার ব্যাট হাতে নেমে তিনি তিনবার শূন্য রানে ফিরেছিলেন।