চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান

মাথাভাঙ্গা মনিটর: আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। আর সেই আসরে সেরা সাফল্য পেতে বৈশ্বিক এই আসরের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাচ্ছে পাকিস্তান। এরই মধ্যে ত্রিদেশীয় সিরিজের দল ও দিনক্ষণও চূড়ান্ত করে ফেলেছে পিসিবি। আগামী ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আসর। পাকিস্তানের অপর দুই প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। টুর্নামেন্টের ম্যাচগুলো হবে লাহোর ও করাচিতে। টুর্নামেন্টের ফাইনাল হবে ১৪ ফেব্রুয়ারি। ৮ ফেব্রুয়ারি ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। ম্যাচটি হবে লাহোরে। এরপর ৮ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। এরপর ১২ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে পাকিস্তান। সেই ম্যাচটি হবে করাচিতে। এরপর ফাইনালও হবে করাচিতে। যেখানে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। চ্যাম্পিয়ন্স ট্রফি ও ত্রিদেশীয় এই সিরিজ সামনে রেখে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে পিসিবি। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘অতিরিক্ত, ৪৮০টি অত্যাধুনিক এলইডি লাইট সম্প্রচারে ভিন্ন মাত্রা যোগ করবে। যা বিশ্বব্যাপী ভক্তদের টিভিতে খেলা দেখার দারুণ অভিজ্ঞতা দেবে। এছাড়াও দুটি বিশাল ডিজিটাল রিপ্লে স্ক্রিন ৮০ ফুট  ৩০ ফুট পরিমাপ এবং ২২ ফুট ী ৩৫ ফুট বসানো হয়েছে। যা খেলাটিকে দর্শকদের কাছে আরও উপভোগ্য করে তুলবে।’