স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধু এন.পি.এল ক্রিকেট লীগের তীব্র উত্তেজনাপূর্ণ ম্যাচে চুয়াডাঙ্গা পৌরসভা একাদশকে (শেখ মনি) ১ উইকেটে হারিয়েছে চুয়াডাঙ্গা জেলা পুলিশ একাদশ (শেখ জামাল)। গতকাল দুপুর আড়াইটায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে শেখ মনি (চুয়াডাঙ্গা পৌরসভা) একাদশ প্রথমে ব্যাটিং করার সিন্ধান্ত গ্রহণ করে। প্রথমে ব্যাটিং করে চুয়াডাঙ্গা পৌরসভা নির্ধারিত ১৫ ওভারে ১০৫ রান সংগ্রহ করে। জবাবে চুয়াডাঙ্গা জেলা পুলিশ একাদশ ১ বল বাকী থাকতে ৯ উইকেট হারিয়ে ১০৭ তুলে জয় নিশ্চিত করে।
দিনের অপর ম্যাচে শেখ ফজলে নুর তাপস একাদশ ৪৩ রানে শেখ সজিব ওয়াজেদ জয় একাদশকে পরাজিত করে। শেখ শেখ ফজলে নুর তাপস একাদশের পক্ষে দলনায়ক রাতুল ৩৮ রান ও ২ উইকেট দখল করে ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়। দলের সহ-অধিনায়ক ছিলেন মাসদুু-উর রহমান সোয়াদ। গতকালের খেলা দুটি পরিচালনা করেন শেখ মো. জেহাদী, রাজীর রাইয়ান, ফাহিম ও রাকু খান। আজ একই মাঠে সকাল ৯টায় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে শেখ রেহেনা একাদশ ও শেখ সজিব ওয়াজেদ জয় একাদশ। দুপুর আড়াইটায় মুখোমুখি হবে চুয়াডাঙ্গা প্রেসক্লাব একাদশ (শেখ রাসেল) ও শেখ কামাল একাদশ।