স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্লাব থেকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে চান্স পেলো ৫জন ক্ষুদে খেলোয়াড়। গতকাল সোমবার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির ওয়েবসাইটে ঘোষিত ফলাফলে জানা গেছে, ক্রিকেটে (বালিকা) মারিয়া তাজমি অরণী, শুটিংয়ে সাদিয়া ইসলাম, জুডোতে সামিয়া ইউসুপ এবং ব্যাডমিন্টনে ইবনে আল রাফাত রাজ ও সাবানু আল ডিন ভর্তি যোগ্যতা অর্জন করেছে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও প্রশিক্ষণ কর্মসূচির আওতায় দেশব্যাপী ২১টি ইভেন্টের খেলোয়াড় বাছায় শেষে গতকাল এ ফলাফল প্রকাশ করা হয়েছে। চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির কোচ ও পরিচালক ইসলাম রকিব বলেন, বর্তমান বাংলাদেশে ক্রিকেট ও ফুটবলের প্রতি খেলোয়াড়দের আগ্রহটা অনেক বেশি। তাই এই দুটি খেলায় অন্যান্য খেলার থেকে প্রতিযোগিতাও বেশি। সেই প্রতিযোগিতার দৌড়ে পিষ্ট না হয়ে চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমিতে ক্রিকেট প্রশিক্ষণের পাশা-পাশি অন্যান্য খেলাধুলার পরামর্শ ও প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে। গত ২২ এপ্রিল চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে ঢাকার বিকেএসপির এক ঝাঁক কোচ ২১টি ডিসিপ্লেনে খেলোয়াড় বাছাই-বাছাই করে। যাচাই-বাছাই শেষে এক মাসের নিবিড় প্রশিক্ষণের জন্য চূড়ান্ত ফলাফল ঘোষণা করে বিকেএসটি কর্তৃপক্ষ। ঘোষিত সেই ফলাফলে চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্লাবের ৫জন খেলোয়াড় নির্বাচিত হয়। নির্বাচিত ওই সকল খেলোয়াড়দেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। একই সাথে এরা যেন একমাসের নিবিড় প্রশিক্ষণ শেষ করে দুই মাসের ক্যাম্পিংয়ে ভর্তির যোগ্যতা অর্জন করতে পারে সেই দোয়া কামনা করছি চুয়াডাঙ্গা জেলাবাসীসহ সকলের নিকট।