স্টাফরিপোর্টার: চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী টাউন ক্লাব ফুটবল মাঠের সংস্কার কাজ পরিদর্শন করলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। গতকাল শনিবার সকাল ১১টায় বৃষ্টি উপক্ষো করে চুয়াডাঙ্গা জেলা পরিষদের কয়েকজন ইঞ্জিনিয়ার নিয়ে সরেজমিনে এমপি ছেলুন জেয়ার্দ্দার টাউন মাঠে উপস্থিত হন। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, জীবননগর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈসা, জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি রুবায়েত বিন আজাদ সুস্থির, সাবেক ক্রীড়া সম্পাদক ফিরোজ উদ্দিন, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক, খাদিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটাস, সাবেক ক্রিকেটার ইমরান হুসাইন, জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী রোকনুজ্জামান, সহকারী প্রকৌশলী আনিসা খানম প্রমুখ।
পরিদর্শনকালে চুয়াডাঙ্গা মহাকুমা ক্রীড়া সংস্থা ও চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থায় দু-যুগেরও বেশী সময় ধরে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকারী বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেন, এই টাউন ক্লাব ফুটবল মাঠে চুয়াডাঙ্গা ফুটবলের সোনালী অতীতের অনেক নামী-দামি খেলোয়াড়ের জন্ম। এ মাটির সবুজ ঘাসে অনুশীলন করে তারা চুয়াডাঙ্গা তথা দেশের গন্ডি পেরিয়ে ভারতের বিভিন্ন রাজ্যে, এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে চুয়াডাঙ্গা ফুটবলের জ্যোতি ছড়িয়েছেন। এ মাঠে ভারতের বিভিন্ন প্রদেশের নামী খেলোয়াড়ের পাশাপাশি ঢাকা, খুলনা, পাবনা, রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলার ফুটবল খেলোয়াড়রা ফুটবল খেলেছেন। কিন্তু সংস্কারের অভাবে মাঠটি আজ অবহেলিত, পরিণত হয়েছে গো-চারণভূমিতে। মাঠের চারপাশে আস্তে আস্তে হয়ে যাচ্ছে দখল। তাই মাঠটি বাঁচাতে সকলকে এগিয়ে আসতে হবে। আমি আমার ব্যক্তিগত উদ্যোগে মাঠে বালি ভরাট শুরু করেছি। আজ জেলা পরিষদের ইঞ্জিনিয়াররা এসেছেন মাপযোপ করার জন্য। জেলা পরিষদের অর্থায়নে (১০ লক্ষ টাকা ব্যয়ে) বাাউন্ডারি ওয়াল নির্মিত হবে। এরপর চুয়াডাঙ্গা পৌরসভা কর্তৃক ড্রেন মেরামত ও সংস্কার করা হলে মাঠের নিরাপত্তা, রক্ষণা-বেক্ষন এবং খেলার পরিবেশ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। পরিদর্শন শেষে কোদাল দিয়ে মাটিতে কোপ মেরে বাউন্ডারি ওয়াল নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এমপি সোলায়মান হক জোর্য়াদ্দার ছেলুন।