চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থা নির্বাচন আজ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন ২০২০ আজ বুধবার। জাফরপুর জেলা স্টেডিয়ামের পরিবর্তে ভেন্যু নির্ধারণ করা হয়েছে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন চত্বরের অফিসার্স ক্লাবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী রফিকুল ইসলাম লাড্ডু ও নঈম হাসান জোয়ার্দ্দার প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। আজ বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ব্যালট পেপার পদ অনুযায়ী আলাদা আলাদা থাকবে। সবগুলো একসাথে একটি সেট করে রাখা হবে। এতে ভোটারগণ খুব সহজেই ভোট দিতে পারবে। ভোট কেন্দ্রের ভেতরে মোবাইল নিয়ে যাওয়া যাবে না। পদ অনুযায়ী অ্যালফাবেটিক (বর্ণমালা) অনুযায়ী নাম সাজানো থাকবে। ভোট গ্রহণের জন্য দুটি বুথ করা হবে। দুই বুথে দুজন করে ৪ জন প্রিসাইডিং ও পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন জেলা প্রশাসন ও নির্বাচন কমিশন মনোনীত। এছাড়া  দুই প্যানেল থেকে ৩ জন করে মোট ৬ জন পোলিং এজেন্ট থাকবে। তবে কেন্দ্রে দায়িত্ব পালন করবেন দুজন করে ৪ জন। একজন করে পোলিং এজেন্ট স্ট্যান্ডবাই রাখা হবে। ভোট দিতে হলে সকল ভোটারকে জাতীয় পরিচয়পত্র অথবা যে কোনো ফটোযুক্ত আইডি সঙ্গে আনতে হবে।

Comments (0)
Add Comment