চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার নব-নির্বাচিত ৬ সদস্যকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার নব-নির্বাচিত সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দারসহ ৬ সদস্যকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা প্রমিলা ফুটবল দল এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন  সহ-সভাপতি অধ্যক্ষ মাহবুল ইসলাম সেলিম, যুগ্ম-সম্পাদক আব্দুল সালাম ও মিলন বিশ্বাস, কোষাধ্যক্ষ টুটুল মোল্লা, নির্বাহী সদস্য অ্যাড. তছলিম উদ্দিন ফিরোজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রমিলা ফুটবল দলের টিম ম্যানেজার মোছা. তছলিমা জাহান। সঞ্চালনায় ছিলেন জেলা ফুটবল দলের অধিনায়ক বিপ্পা।

Comments (0)
Add Comment