স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ৩৬তম সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের ছেলে-মেয়েদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মাওলা (বিপিএম সেবা)। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহ, এনডিসি সাইফুল ইসলাম সাইফ, নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রহমান, নাইমা জাহান সুমাইয়া, রেজওয়ান নাহিদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার আহবায়ক আসলাম হোসেন অর্কো। সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সী আবু সাঈফ’র সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা সরকারি গণগ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান মাসুদ রানা, ডা. মোখলেসুর রহমান, ডা. রবিউল ইসলাম, উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা হামিদুল ইসলাম, জেলা প্রশাসনের নাজির শহিদুল ইসলাম, আব্দুস সোবাহান প্রমুখ। ক্রীড়া শপথপাঠ করান চুয়াডাঙ্গা জেলা শারীরিক শিক্ষার শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ক্রীড়াবিদ ইসলাম রকিব। এরপর বিকেএসপির ক্রিকেটার নুসরাত জাহানের হাতে প্রজ্জ্বলিত মশাল জ্বালিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। কৃতি অ্যাথলেট নুসরাত প্রজ্জ্বলিত মশাল নিয়ে অ্যাথেলেটিক্স ট্রাক প্রদক্ষিণ করে বিজয় স্তম্ভে গিয়ে প্রজ্জ্বলিত মশাল নিভিয়ে ফেলেন। উদ্বোধনী অনুষ্ঠানে বাদ্যযন্ত্র বাজিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অ্যাথলেটদের মার্চ আউট ও মাঠ প্রদক্ষিণে সহযোগিতা করেন চুয়াডাঙ্গা সরকারি শিশু সদনের বালিকা শিক্ষার্থীরা। এরপর শুরু হয় সরকারি কর্মকর্তা কর্মচারী ও তাদের ছেলে-মেয়েদের ৩৩টি ইভেন্টের প্রতিযোগিতা। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে দুপুরে প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গুলো পরিচালনা করেন ক্রীড়াবিদ ফজলুল হক মালিক লোটন, ইসলাম রকিব, ফিরোজ উদ্দিন, হাফিজুর রহমান হাফিজ, আব্দুল হাই, খাইরুল ইসলাম, বিলকিচ নাহার, সোয়েব আহম্মেদ, সাইফুল ইসলাম ও খুকু।