স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে মাসব্যাপী অনুষ্ঠিত সিরাজুল ইসলাম জোয়ার্দ্দার স্মৃতি ক্যারামবোর্ড প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে জেলা শহরের হোটেল অবকাশ সংলগ্নœ ক্যারামবোর্ড কোর্টে অনুষ্ঠিত ফাইনালে তারেক-মামুন জুটিকে পরাজিত করে মন্টা-ব্যাজিও জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। খেলা শেষে চ্যাম্পিয়ন-রানার জুটির হাতে পুরস্কার তুলে দেয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সবেক সিনিয়র সহ-সভাপতি রুবায়েত বিন আজাদ মালিতা ও কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক। আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক নেতা রিমন, বাপ্পী, রহমান, সোহেল, হাসান, রিগান, রাজু, সোহেল কায়েস, ফিরোজ, রকি, মানিক, রাজ, ইমন, রবিন, শান্ত, রিংকু, মামুন, শফীফ আরিফ, শ্রমিকলীগ নেতা আশা, শফি, সাগর প্রমুখ।