স্টাফরিপোর্টার :চুয়াডাঙ্গায় মুজিব শতবর্ষ ভলিবল প্রশিক্ষনের উদ্বোধন করলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক পত্নী ও চুয়াডাঙ্গা জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি সৈয়দা তাহমিনা। গতকাল বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা রাহেলা খাতুন গালর্স স্কুল মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আগামী ২২ ও ২৩ অক্টোবর ঢাকার ধানমন্ডি সুলতানা কামাল মহিলা ক্রীড়া কম্পলেক্স মুজিব শতবর্ষ অনূর্ধ্ব- ১৫ আন্ত:জেলা মহিলা ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সে প্রতিযোগিতায় অংশ গ্রহনের লক্ষ্যে এ প্রশিক্ষনের আয়োজন করা হয়। প্রশিক্ষন উদ্বোধনের সময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি রফিকুল ইসলাম বিট্টু,প্রধান শিক্ষক হাবিবুর রহমান,চুয়াডাঙ্গা জেলা মহিলা সংস্থার সকল নির্বাহী সদস্য ও কর্মকর্তাগন।