স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ভাই-ব্রাদার্স গোলটুপি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে শহরের সিনেমাহলপাড়ার জোলের মাঠে এ খেলার আয়োজন করা হয়। খেলায় ভাই-ব্রাদার্স ক্লাব ও বেলগাছি স্কোয়ার্ড মুখোমুখি হয়। নির্ধারিত খেলায় ভাই-ব্রাদার্স ক্লাব টসে জিতে ব্যাট করতে নেমে ৬ ওভারে ৭৯ রান করে। জবাবে বেলগাছি স্কোয়ার্ড ৭১ রানে অলআউট হয়। পরে পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার। বিশেষ অতিথি ছিলেন ৯নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান চাঁদ, ডা. শাতিল, যুবলীগ নেতা বিপ্লব, শুভ, সৈকত, সৌরভ প্রমুখ। বিজয়ী দলকে সাড়ে ৪ হাজার টাকার প্রাইজমানি পরাজিত দলকে আড়াই হাজার টাকার প্রাইজমানি দেয়া হয়। খেলায় ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন ভাই-ব্রাদার্স ক্লাবের অধিনায়ক ইমরান। তাকে এক হাজার টাকার প্রাইজমানি দেয়া হয়। অনুষ্ঠানে সার্বিক আয়োজনে ছিলেন গুলশানপাড়া ও সিনেমাহলপাড়ার তানিন, শোভন, বক্কর, রাসেল, রমজাম প্রমুখ।