স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু এনপিএল ক্রিকেট লিগের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ঝিনাইদহ একাদশ ৩ উইকেটে জয়লাভ করেছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে টসে জিতে চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমি প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৩০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে আবির হাসান লিমন সর্বোচ্চ ৬৬ রান সংগ্রহ করে। জবাবে ঝিনাইদহ একাদশ ২৯ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ঝিনাইদহ একাদশের স্বাধীন ৯০ ও রাকিব হাসান ৬০ রান করে। চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির পক্ষে খেলায় অংশগ্রহণ করে রহিত, রাফেজ, বিশাল, হামজা, মুসলিম, দিগন্ত, নিলয়, হামিম, রিফাত, রাফা, সাদি, সৌমিত, প্রান্ত, রাশার, তাফছির, সামিউ, রাতুল, নিশান, ফাহিম ও সাবিত। খেলার মাঠে উপস্থিত ছিলেন ঝিনাইদহের ক্রিকেট কোচ শাহেদ আল-নূর লিবন, সহকারী কোচ রুবেল হাসান ও চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির পরিচালক কোচ ইসলাম রকিব।