তারুণ্যের উৎসব উদযাপনে সকলের সহযোগিতা কামনা
স্টাফ রিপোর্টার: তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে চুয়াডাঙ্গায় জেলা পর্যায়ের সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালক-বালিকা) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার ম-লের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মাওলা (পিপিএম সেবা), অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নয়ন কুমার রাজবংশী), চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা কমিটির আহ্বায়ক আসলাম হোসেন অর্কো ও সাবেক জেলা ক্রীড়া অফিসার আবুজাফর। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের অংশ হিসেবে আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চুয়াডাঙ্গা জেলার তরুণ শিক্ষার্থী ও তরুণ-তরুণীদের নিয়ে জমকালো আয়োজনে বিভিন্ন ধরনের খেলাধুলা, পিঠা উৎসব, বিজ্ঞান মেলাসহ নানা আয়োজন চলবে। সকলের সহযোগিতা নিয়ে তারুণ্যের উৎসবের এই আয়োজন যেন সফল করা যায় সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মাওলা বলেন, সুস্থ ধারার খেলাধুলা তরুণ-তরুণীদেরকে লিডারশিপ বা দক্ষ নেতৃত্ব প্রদানের গুনাবলী অর্জন করতে সহায়তা করে। সেই দক্ষ নেতৃত্ব দিয়ে তরুণ সমাজ একটি দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারে। তাই দক্ষ তরুণ সমাজকে আইনশৃঙ্খলার প্রতিও শ্রদ্ধাশীল হতে হবে। আজকের এই তারুণ্যের উৎসবের মধ্যদিয়ে সেটাই যেন প্রস্ফুটিত হয়; আমি সেই আহ্বান রাখবো। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক আসলাম উদ্দিন অর্কো বলেন, তরুণরা কি পারে না? অনেক কিছুই পারে। তার প্রমাণ ১৯৭১ সালে এদেশের দামাল ছেলেরা জীবন দিয়ে দেশ স্বাধীন করেছিলো আবার ২০২৪ এ বিপ্লব ঘটিয়ে স্বৈরাচার মুক্ত দেশ উপহার দিয়েছে।
উদ্বোধনী খেলায় আলমডাঙ্গা উপজেলার উদয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল ও জীবননগর উপজেলার শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল মুখোমুখি হয়। খেলায় আলমডাঙ্গা উপজেলার উদায়ন সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-০ গোলে জীবননগর শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে ফাইনালে উন্নীত হয়। এরপর চুয়াডাঙ্গা সদর উপজেলা বালিকা দল দামুড়হুদা উপজেলা দলকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। বালক বিভাগে জীবননগর উপজেলা দলকে হারিয়ে আলমডাঙ্গা উপজেলা দল এবং চুয়াডাঙ্গা সদর উপজেলা দলকে হারিয়ে দামুড়হুদা উপজেলা দল ফাইনালে উন্নীত হয়। আজ একই মাঠে সকাল ১০টায় বালক-বালিকা উভয় বিভাগের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। গতকালের উদ্বোধনী ম্যাচগুলো পরিচালনা করেন হাফিজুর রহমান, লিটা হোসেন ও রিয়ান। ম্যাচ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন রেজাউল হক জোয়ার্দ্দার রেজা, সরোয়ার হোসেন জোয়ার্দ্দার ও বিপুল হাসান হ্যাজি। উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলাউদ্দিন আহমেদ এবং ধারাভাষ্য প্রদান করেন সাংবাদিক ইসলাম রকিব ও গোলাম মোস্তফা।