চুয়াডাঙ্গায় প্রথমা একাদশ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শহরের মালোপাড়ায় প্রথমা একাদশ ক্লাবের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের হাতে ক্লাবের ১৬ সদস্য বিশিষ্ট কমিটির তালিকা তুলে দিয়েছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। গতকাল মঙ্গলবার বিকেলে কবরী রোডে তার বাসভবনে এ আহ্বায়ক কমিটির তালিকা তুলে দেন তিনি। এসময় প্রথমা একাদশ ক্লাবের আহ্বায়ক তপন চ্যাটার্জি এবং যুগ্ম-আহবায়ক হরি হালদার উপস্থিত ছিলেন। প্রথমা একাদশ ক্লাবের আহ্বায়ক কমিটির অন্যান্যরা হলেন সদস্য সচিব সুমন হালদার, কার্যনির্বাহী সদস্য মিঠুন হালদার, বিষ্ণু হালদার, গোপাল হালদার, আনন্দ হালদার, উৎপল হালদার, উজ্জ্বল হালদার, প্রদীপ হালদার, নিমাই হালদার, শ্যাম হালদার, অরবিন্দ হালদার, সজিব হালদার, বাবু হালদার ও সুকুমার শর্মা। এ সময় সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেন, ক্লাব পরিচালনায় সবাই মিলেমিশে থাকতে হবে এবং সামনে এগিয়ে যেতে হবে। যেকোনো প্রয়োজন হলে জানাতে হবে। এ কমিটির প্রতি শুভ কামনা রইলো। প্রসঙ্গত : চুয়াডাঙ্গা পৌর এলাকার মালোপাড়ায় বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনার জন্য ২০০৩ সালে প্রথমা একাদশ ক্লাব গঠন করা হয়।

Comments (0)
Add Comment