স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ডিপিএল সিজেন ২ দাসপাড়া রয়েলস চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ মাঠে (ডিপিএল সিজেন ২) দাসপাড়া প্রিমিয়ার লিগ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টে মুখোমুখি হয় শক্তিশালী দাসপাড়া রয়েলস বনাম দাসপাড়া ডায়মন্ড। খেলায় ৬২ রানে দাসপাড়া ডায়মন্ডকে হারিয়ে ডিপিএল সিজেন টু চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দাসপাড়া রয়েলস। টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন দাসপাড়া রয়েলসের অধিনায়ক অলোক কুমার। দাসপাড়া রয়েলস খেলোয়াড়দের অসাধারণ ব্যাটিং নৈপুণ্যে নির্ধারিত ১০ ওভারে ১২২ রানের বড় সংগ্রহ করে দাসপাড়া রয়েলস। জবাবে দাসপাড়া রয়েলসের বিদ্ধংসি বোলিংয়ের কাছে দাসপাড়া ডায়মন্ড মাত্র ৬০ রানে গুটিয়ে যায়। ফলে ৬২ রানের জয় পায় দাসপাড়া রয়েলস। দলের জয়ে ভূমিকা রাখায় ম্যান অব দ্য ম্যাচ হন সজিব এবং টুর্নামেন্ট জুড়ে ব্যাটিং ও বোলিং নৈপুণ্য দেখিয়ে ম্যান অব দ্যা টুর্নামেন্ট হন দাসপাড়া রয়েলসের সজিব। চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাদশা, অমল, জানিব, জিনা ও মাথাভাঙ্গার সার্কুলেশন ম্যানেজার রানা মাসুদ। খেলা শেষে অতিথিরা বলেন, সুস্থ দেহ সুন্দর মন এবং শরীরকে সুস্থ রাখতে খেলার বিকল্প নেই। স্পন্সর হিসেবে মারুফ আইটি সেন্টার, জনতা সুজ, শংকর সুজ, বিষ্ণু স্বপ্ন মটরস ও তিজারত। টুর্নামেন্টের সার্বিক পরিচালনায় ছিলেন টুটুল, বিশে, রতন, উজ্জ্বল, ষষ্টি, দিগন্ত, প্রহল্লাদ,স্বাধীন ও রবি।