চুয়াডাঙ্গায় কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় মুজিবশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে জেলা পুলিশের ব্যবস্থাপনায় গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী পুলিশ লাইন্স মাঠে এ প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতায় জেলার ৪টি থানার তত্ত্বাবধানে ৪টি কাবাডি দল অংশগ্রহণ করে। দলগুলো হলো চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগর। প্রথম সেমিফাইনালে চুয়াডাঙ্গা সদর থানা দল ৩৪-২৫ পয়েন্টে জীবননগরকে ও দ্বিতীয় সেমিফাইনালে দামুড়হুদা ২৫-১৫ পয়েন্টে আলমডাঙ্গা থানা দলকে পরাজিত করে। হাড্ডা-হাড্ডি লড়াইয়ের ফাইনালে দামুড়হুদা ৪০-৩৫ পয়েন্টে চুয়াডাঙ্গা সদরকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জাহাঙ্গীর আলম। এছাড়া উপস্থিত ছিলেন সদর থানার অফিসার্স ইনচার্জ খন্দকার আবু জিহাদ ফকরুল আলম খান, জীবননগর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর ফকরুল আলম, ওসি ডি স্টোর মশিউর রহমান, সদর থানা অফিসার তদন্ত লুৎফুল কবীর, দামুড়হুদা থানার অফিসার তদন্ত আল-মামুন, এসআই আশরাফুল, আলমডাঙ্গা থানার এসআই কামরুল ইসলাম, ঘোলদাড়ী ক্যাম্পের আইসি এসআই সিদ্ধার্ত সহ অফিসারবৃন্দ ও পুলিশ সদস্যরা। মাঠে থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন দামুড়হুদা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম নুরুন্নবী। খেলায় ম্যান অবদি ফাইনাল নির্বাচিত হন দামুড়হুদার দলের শেখ নাজেদুল ইসলাম ও টুর্নামেন্ট সেরা পুরস্কার লাভ করে সদর থানা দলের শেখ রাসেল। খেলাগুলো পরিচালনা করেন ফজলুল হক লোটন, ইসলাম রকিব, ফিরোজ উদ্দিন ও খাইরুল ইসলাম। এদিকে মুজিবশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের ১০ দিনের ঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযেগিতায় আলমডাঙ্গা উপজেলা দল ২-০ সেটে সদও উপজেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। চুয়াডাঙ্গা সরকারি কলেজ মাঠে ওই ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Comments (0)
Add Comment