চুয়াডাঙ্গার পলাশপাড়ায় রাত্রীকালিন ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার পলাশপাড়ায় বার্ষিক রাত্রীকালিন ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ‘খেলাধুলা শিশুর মানসিক বিকাশ ঘটায়, আসুন মাদক ছাড়ি, খেলাধুলা করি, মাদকমুক্ত সমাজ গড়ি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পলাশপাড়ার একঝাক তরুণদের সম্মিলিত প্রচেষ্টায় এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পলাশপাড়ার মহিলা কলেজ সড়ক সংলগ্ন ইজতেমা মাঠ প্রাঙ্গণে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় চারটি দল নকআউট ভিত্তিতে অংশ গ্রহণ করে। খেলা শেষে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রীড়া অনুরাগী নকিবউল্লাহ। এসময় অনুষ্ঠানে অতিথি ছিলেন চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক রেজাউল হক, মধু ওস্তাদ, ২নং ওয়ার্ড কাউন্সিলর মুন্সি রেজাউল করিম খোকন, দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার সার্কেলুশন ম্যানেজার রানা মাসুদ, সমাজ সেবক মনজুরুল জাহিদ, সাবেক ব্যাংক কর্মকর্তা আবুল কালাম আজাদ, অ্যাড. লাভলু, আজিজুল হক, রিন্টু মহলদার, খাইরুল ইসলাম, শিক্ষক এনামুল হক ও নাছরিন পারভীন। অনুষ্ঠান সার্বিকভাবে পরিচালনা করেন ক্রীড়া সংগঠক ফরজন আলী। খেলা পরিচালনায় ছিলেন চুয়াডাঙ্গা জেলা ফুটবল দলের খেলোয়াড় মোহাম্মদ সুরুজ। টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন পারভেজ, ফয়সাল, মডার্ন ইমরান হাসান, রাইহান সৌরভ, ফরিদ, জুয়েল, আরফান, আশরাফ, আরিফ, রাকিব, রকি রাজিবুল, আতিক, রুবেল, পাভেল, রিয়াজ, ফরহাদ হোসেন, সাদাত বিন মোস্তফা বাবু, আজিজ, জাহিদসহ অংশগ্রহণকারী চারটি দলের খেলোয়াড়বৃন্দ।

Comments (0)
Add Comment