স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের চিলাভালকি গ্রাম আয়োজিত ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় রামদিয়া কাইকপাড়া ৫-১ গোল দিয়ে বেগুয়ারখালীকে পরাজিত করে। গতকাল সোমবার বিকেল ০৩টার দিকে এই ফাইনাল ফুটবল খেলাটি অনুষ্ঠিত হয়।
নাগদাহ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কুদ্দুস মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।
প্রধান অতিথি বলেন, যে বয়সে মাঠে থাকার কথা সে বয়সে তারা মোবাইল হাতে বিভিন্ন গেমস খেলছে। যুব সমাজকে খেলাধুলার মাঠে ফিরিয়ে নিতে হবে। তবেই জাতিকে কিছু দেয়া সম্ভব হবে। ফুটবলের মাধ্যমে বিভেদ নয়, ঐক্য গড়ে তুলতে হবে। ফুটবলকে এগিয়ে নিতে সকলকে একযোগে কাজ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাউকি ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম, নাগাদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মতিয়ার রহমান হায়াত।
এছাড়া আরও উপস্থিত ছিলেন নাগদাহ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলাউদ্দিন মাস্টার, সাংগঠনিক সম্পাদক বাদল রশিদ, দপ্তর সম্পাদক মো. ঝন্টুর রহমান, কার্যনির্বাহী কমিটির সদস্য এজাজ ইমতিয়াজ বিপুল, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আশিক ইকবাল স্বপন, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুকুর, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. সাহাবুল মামা, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাগর হোসেনসহ নাগাদহ ইউনিয়নের সকল ইউনিটের নেতাকর্মীরা।