চিৎলায় প্রীতি ফুটবল ম্যাচে দামুড়হুদা ফুটবল একাদশ জয়ী

দামুড়হুদা অফিস: দামুড়হুদার চিৎলায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। চিৎলা-গোবিন্দহুদা ফুটবল একাডেমির আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হয় দামুড়হুদা ফুটবল একাদশ বনাম চিৎলা-গোবিন্দহুদা ফুটবল একাডেমি। খেলার নির্ধারিত সময়ে দামুড়হুদা ফুটবল একাদশ ১-০ গোল করে জয়ী হয়। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে দামুড়হুদার চিৎলা ঈদগা মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় রেফারির দায়িত্বে ছিলেন ক্রীড়াপ্রেমী সহিদ আজম সদু, নুরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক জাকির হোসেন, শাজাহান, এনামুল হক, অ্যাড. ডাবলু, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকু, আশা, ইমান আলী, আবু সামা। খেলাটির সার্বিক সহযোগিতায় ছিলেন হেলথ কেয়ার কোম্পানির প্রতিনিধি ক্রীড়া সংগঠক সহিদুল ইসলাম।

Comments (0)
Add Comment