কার্পাসডাঙ্গা প্রতিনিধি : দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নে কোমরপুর ফুটবল দলের খেলোয়ারদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে কার্পাসডাঙ্গা কবরস্থানমোড়ে জামান ট্রের্ডাসের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী ও বাজার দোকান মালিক সমিতির সভাপতি হাসিবুজ্জামান শহিদ বিশ্বাস খেলোয়ারদের মাঝে ক্রীড়া সামগ্রী তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন অধিনায়ক শাওন, সাদিক, রাকিব, আলহাজ, সমাজ সেবক হায়াত আলি, প্রমুখ।