কার্পাসডাঙ্গায় শ্রমিক ইউনিয়নের পক্ষে ক্রীড়া সামগ্রী প্রদান  

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় জেলা মটর শ্রমিক ইউনিয়ন শাখা কার্যালয় কার্পাসডাঙ্গার পক্ষ থেকে কার্পাসডাঙ্গা স্পোর্টিং ক্লাবে ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ৩ টার দিকে হাইস্কুল মাঠে এ ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়। কার্পাসডাঙ্গা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মতিন খসরুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়নের সহসভাপতি আবুল হাসেম, বাজার কমিটির সাধারণ সম্পাদক সাজেদুল বিশ্বাস মিঠু, শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ আবুল করিম, শ্রমিকনেতা জমির, জয়নাল, হায়দার, হোসাইন, শহিদ, বাঁধন সমাজিক উন্নয়ন সংস্থার প্রধান উপদেষ্টা শহিদুল ইসলাম, আব্দুর রশিদ, স্পোর্টিং ক্লাবের অধিনায়ক প্রিন্স সাজ্জাদসহ খেলোয়ারবৃন্দ।

 

Comments (0)
Add Comment