কার্পাসডাঙ্গায় ফুটবল টুর্নামেন্টে সুবুলপুর জয়ী

 

কার্পাসডাঙ্গা প্রতিনিধি : দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ফুটবল টুর্নামেন্টে সুবুলপুর একাদশ জয়ী হয়েছে। বুধবার বিকাল ৪ টার দিকে কার্পাসডাঙ্গা হাইস্কুল মাঠে উপজেলার সুবুলপুর ও বাঘাডাঙ্গা একাদশ মুখোমুখি হয়। খেলায় সুবুলপুর একাদশ টাইব্রেকারে বাঘাডাঙ্গা একাদশকে ৩-২ গোলে পরাজিত করে। জয়ী দলের পক্ষে শফিকুল সেরা খেলোয়ার নির্বাচিত হন। খেলাটি পরিচালনা করেন প্রিন্স সাজ্জাদ, নাসিম ও সালাম। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সহিদুল হক, কার্পাসডাঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক শওকত আলী, শিক্ষক আবু বক্কর সিদ্দিক, ক্রীড়াপ্রেমী আশুব্বর রহমান বাবু, কার্পাসডাঙ্গা ফুটবল দলের অবসরপ্রাপ্ত সেরা ফুটবলার নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা জামাত আলী, সাবেক ইউপি সদস্য আব্দুল হাই, নাজমুল হোসেন, সাংবাদিক রতন বিশ্বাস, সাংবাদিক মেহেদী হাসান মিলন, ক্রীড়াপ্রেমী ও স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা তুহিন আক্তার, ছাত্রলীগ নেতা রিয়াদ, জাস্টিন, সেলিম, মানিক প্রমুখ।

Comments (0)
Add Comment