কার্পাসডাঙ্গা/ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে কুতুবপুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় মুখোমুখি হয় কুতুবপুর একাদশ দূর্গাপুর একাদশ। বিকেল ৬টার দিকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আতিয়ার রহমান। পুরস্কার তুলে দেন প্রধান অতিথি মো. কাজল বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন কমিটির আহ্বায়ক মিজানুর রহমান, প্রধান পৃষ্টপোষক শফিকুর রহমান, ক্রীড়াপ্রেমী ও তরুণ ক্রীড়া সংগঠক তয়ন বিশ্বাস, মামুন, সেবা ও নাজমুস শাকিব। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন স্বপন। এর আগে খেলায় ৩-০ গোলে দূর্গাপুর একাদশকে পরাজিত করে কুতুবপুর একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলায় সেরা খেলোয়াড় হন ইনাদুল ও টুর্নামেন্ট সেরা খেলোয়ার হন আশিকুর রহমান। খেলা পরিচালনা করেন শহিদুল হক, সবুজ ও জুয়েল।