স্টাফ রিপোর্টার: এশিয়া কাপের স্কোয়াড যারা দেখেছেন, তারা জানেন এবারের সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলে স্বীকৃত ওপেনার মাত্র দুজন, এনামুল হক বিজয় ও পারভেজ হোসেন ইমন। অনেকেই তাই ওপেনিং জুটি নিয়ে দুঃশ্চিন্তায়। তবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে জাতীয় শোক দিবসের আনুষ্ঠানিকতার পর সাংবাদিকদের খালেদ মাহমুদ সুজন জানালেন ভিন্ন কথা। তিনি বলেন ‘স্বীকৃত ওপেনার বিজয় ও ইমন। তবে অন্য অনেকেই আছে, যারা স্থানীয় ক্রিকেটে ওপেনিং করেছে। মুশফিক হতে পারে, সাকিবও হতে পারে। মিরাজও হতে পারে, মেহেদীও ওপেনার হতে পারে। অনেকগুলো বিকল্প আছে আমাদের হাতে। কম্বিনেশনের জন্য আমরা চিন্তা করছি।’ সুজনের দাবি, ‘এই ফরম্যাটে আমি ব্যাটিং অর্ডার নিয়ে চিন্তিত না। নাজমুল হোসেন শান্ত জিম্বাবুয়ের টি-টোয়েন্টি সিরিজে ছিল। ওকে আমরা মিডল অর্ডারে চিন্তা করেছিলাম। ঘরোয়া ক্রিকেটে তিন-চারে খেলে। বিপিএলে কিছু ক্ষেত্রে ওপেন করেছে। কিন্তু ওইভাবে যদি আপনি স্বীকৃত ওপেনারের কথা চিন্তা করেন, তাহলে মুনিম শাহরিয়ার, লিটন দাস, বিজয়-এরা ছিল। হিটার বা মারতে পারে, এমন খেলোয়াড় আমরা বিভিন্ন পজিশনে ঘুরিয়ে ফিরিয়ে খেলাতে চাই। (তবে) যেহেতু সফল হয়নি, লিটন ছিটকে গেছে, বিজয় টিকে আছে।’ টি-টোয়েন্টি ফরম্যাটে হতে যাওয়া এশিয়া কাপে ওপেন হয় কার ব্যাটে, তা দেখার জন্য বাংলার ক্রিকেট সমর্থকদের একটু অপেক্ষার করতেই হচ্ছে। ২৭ আগস্ট সংযুক্ত আরব আমিরাতের শারজায় এবারের এশিয়া কাপের আসর বসবে, যদিও আয়োজক দেশ হিসেবে থাকছে শ্রীলঙ্কার নাম।