এমবাপ্পের কাছে ব্যালন ডি’অর কিছুই না, যদি না…

মাথাভাঙ্গা মনিটর: এক শতাংশেরও কম সুযোগ দেখেছিলেন পেপ গার্দিওলা। ম্যানচেস্টার সিটিকে সত্যিই সুযোগের ছিঁটেফোঁটা দেননি কিলিয়ান এমবাপ্পে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো নিশ্চিতের লড়াইয়ে পুরো আলো নিজের দিকে কেড়ে নেন। সান্তিয়াগো বার্নাব্যুতে ফ্রেঞ্চম্যান গড়েছেন দুর্দান্ত এক হ্যাটট্রিক। তাতে মন ভরেনি মাদ্রিদ তারকার, তার চাওয়া আরও গোল।
চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের মাটিতে নাকানিচুবানি খেয়েছে সিটি। নকআউট প্লে-অফের দ্বিতীয় লেগে ৩-১ গোলে হেরেছে। তার আগে ইতিহাদে ইতিহাস গড়ে ফিরেছিল রিয়াল। দুই লেগ মিলিয়ে ৬-৩ গোল ব্যবধানে শেষ ষোলোতে এসেছে ১৫ বারের চ্যাম্পিয়নরা। এরপরই স্বপ্ন এবং বাস্তবতার কথা বলেছেন এমবাপে। ক্লাব এবং অর্জনের পার্থক্যও শুনিয়েছেন।
ফ্রেঞ্চ তারকার কাছে গোল, হ্যাটট্রিক কিংবা আরধ্য ব্যালন ডি’অর কিছুই না। যদি না তিনি রিয়ালের সাদা জার্সিতে খেলতে পারেন। ম্যাচ শেষে এল চিরিনগুইতো টিভিকে এমবাপ্পে বলেছেন, ‘ব্যালন ডি’অর জেতার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ রিয়ালে খেলা।’
মাদ্রিদ এক্সট্রাতে বরাতে জানা গেছে, একজন সাংবাদিক এমবাপ্পেকে প্রশ্ন করেছেন, ৫০ গোলের স্বপ্নের পথে? রিয়াল ফরোয়ার্ড পাল্টা প্রশ্ন ছুঁড়েছেন, ‘৫০ গোল চান? আমার কোনো লিমিট নাই। যদি আমি ৫০ গোলের বেশি করতে পারি। তবে তা অবশ্যই করব।’
পিএসজি ছেড়ে রিয়ালে আসা এমবাপে এখন পর্যন্ত মৌসুমে ২৭ গোল করেছেন। ৩৭ ম্যাচে আছে ৩টি অ্যাসিস্ট। লা লিগা মৌসুমেও সেরা খেলোয়াড়ের দৌড়ে আছেন ফ্রেঞ্চ তারকা। পারফর্মের ধারাবাহিকতা ধরে রাখলে হয়ত ব্যালন ডি’অরটাও এবার উঁচিয়ে ধরতে পারেন এমবাপ্পে।