স্পোর্টস ডেস্ক: কিলিয়ান এমবাপ্পেকে দলে নিতে ঝাঁপিয়ে পড়তে পারে রিয়াল মাদ্রিদ ও লিভারপুল- এ আশঙ্কা থেকেই এমবাপ্পেকে আগের চেয়ে দ্বিগুণ তথা সপ্তাহে ৬ লাখ পাউন্ডের (প্রায় ৫.৬ কোটি টাকার) প্রস্তাব দিয়েছে প্যারিস সাঁ জারমাঁ। এর আগে এমবাপ্পেকে সাপ্তাহিক তিন লাখ পাউন্ড (প্রায় ২.৮ কোটি টাকা) দিত পিএসজি। করোনাভাইরাসের কারণে পুরো বিশ্ব স্থবির হয়ে পড়ছে। থমকে গেছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। ঘরোয়া ও আন্তর্জাতিক সব খেলাই বন্ধ। এতকিছুর পরও হাতছাড়া হওয়ার আশঙ্কায় পিএসজির মালিকরা বড় অঙ্কের চুক্তির প্রস্তাব দিয়ে রাখল এমবাপ্পেকে। এমবাপ্পে যদি এই নতুন চুক্তিতে রাজি হন তাহলে তিনি এই মুহূর্তে সব চেয়ে দামি ফুটবলার হওয়ার রেকর্ড গড়বেন। ছাড়িয়ে যাবেন নেইমার ও লিওনেল মেসিকে।