স্টাফ রিপোর্টার: ‘চুয়াডাঙ্গা ফুটবল একাডেমিতে যেনো ভালো ফুটবলার তৈরির পাইপ লাইন হয়’। চুয়াডাঙ্গা ফুটবল একাডেমীর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার। গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে এ একাডেমিটির আত্মপ্রকাশ ঘটে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার সাবেক কৃতি ফুটবলার এফসি’র সাবেক কোচ সরোয়ার হোসেন জোয়ার্দ্দার মধু। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদ, কৃতি ফুটবলার চুয়াডাঙ্গা ডিএফএ’র নব-নির্বাচিত সহ-সভাপতি রেজাউল হক জোয়ার্দ্দার রেজা, চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি মুজিবুল হক মালিক মজু, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান গরীব রুহানি মাসুম, মানিক, সাবেক কৃতি ফুটবলার মোজাম্মেল হক, শরিফুল ইসলাম, জীবননগর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল লতিফ আমল, চুয়াডাঙ্গা সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাসির আহাদ জোয়ার্দ্দার, সাবেক কৃতি ফুটবলার শহিদুল কদর জোয়ার্দ্দার, কাজী আদুন, হ্যাজী, টিপু, আশাবুল হক আশা, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সোহেল আকরাম, যুগ্ম সম্পাদক মিলন বিশ্বাস, নির্বাহী সদস্য শফিকুল ইসলাম মালেক, রাশিদুল ইসলাম, মমিন খান, দেলোয়ার হোসেন দিলুসহ আমন্ত্রিত অতিথিগণ। উদ্বোধনী অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনা করেন চুয়াডাঙ্গা ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক সাবেক কৃতি ফুটবলার তরিকুল ইসলাম তরু।
উদ্বোধনী দিনে ৩০ জন তরুন খেলোয়াড় নিয়ে একাডেমিটি যাত্রা শুরু করে। আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে উদ্বোধনের পর অতিথিগণ একাডেমির তরুণ খেলোয়াড়দের সাথে পরিচিত হন ও ফুটবলে কিক অফের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধনের পর্ব শেষ করেন। এরপর তরুণ খেলোয়াড়দের প্রশিক্ষণ কার্যক্রম চালানো হয়।