কার্পাসডাঙ্গা প্রতিনিধি : দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের উসমানপুরে হাডুডু খেলায় কানাইডাঙ্গা জয়ী হয়েছে। সোমবার বিকাল ৪ টার দিকে উসমানপুর মাঠে কানাইডাঙ্গা ও উসমানপুর মুখোমুখি হয়। খেলায় কানাইডাঙ্গা ৫৫-৫৪ পয়েন্টে উসমানপুরকে পরাজিত করে। খেলায় সেরা খেলোয়ার নির্বাচিত হন আহসান হাবিব খুকু। খেলাটি পরিচালনা করেন মহাব্বত আলী। সহকারি হিসেবে ছিলেন সদর আলী ও সোহাগ।