ইংল্যান্ডে নেমেই কোয়ারেন্টিনে উইন্ডিজ ক্রিকেট দল

মাথাভাঙ্গা মনিটর: মহামারী করোনার মধ্যেই টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে গেল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। গতকাল মঙ্গলবার সকালে প্রাইভেট চার্টার বিমানে ওয়েস্ট ইন্ডিজ থেকে ম্যানচেস্টারে পৌঁছায় ক্যারিবীয় ক্রিকেট দল। ইংল্যান্ড সফরে ক্যারিবীয় দল তিন ম্যাচের টেস্ট সিরিজে অংশ নেবে। আগামী ৮ জুলাই সাউদাম্পটনে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ১৬ জুলাই থেকে দ্বিতীয় আর ২৪ জুলাই থেকে শুরু হবে তৃতীয় টেস্ট। করোনা সংক্রমণ এড়াতেই মাঠে দর্শক প্রবেশের অনুমতি দেয়া হবে না। তবে সিরিজ শুরুর আগে আগামী তিন সপ্তাহ ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে একটি হোটেলে কোয়ারেন্টিনে থাকবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ার আগে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অধিনায়ক জেসন হোল্ডার বলেছেন, আমরা ইংল্যান্ড সফরে যাচ্ছি। ক্রিকেট এবং খেলাধুলাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার বড় একটা ধাপ এটা। খেলার নতুন এই পর্যায়ের জন্য অনেক ধরনের প্রস্তুতি নিতে হয়েছে।

Comments (0)
Add Comment