আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মীর মুগ্ধ ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শুক্রবার রাত ৮টায় এরশাদপুর বাগানপাড়ায় আলমডাঙ্গা পৌর যুব বিভাগের আয়োজনে শহীদ মীর মুগ্ধ ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ হুসাইন টিপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা সহকারী সেক্রেটারি জামায়াত মনোনীত চুয়াডাঙ্গা-১ আসনের প্রার্থী এডভোকেট মাসুদ পারভেজ রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, উপজেলা জামাতের আমির প্রভাষক শফিউল আলম বকুল, পৌর জামায়াতের আমির মো. মাহের আলী। পৌর যুব বিভাগের সেক্রেটারি নাজমুস সালেহীনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মো. মামুন রেজা, পৌর যুব বিভাগের সভাপতি মো. সাইফুল্লাহ হাসান, ৫নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. শামসুল আরেফীন রিপন, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি শামীম রেজা, অর্থ সম্পাদক রাশেদুল ইসলাম রাজন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, বর্তমান সমাজে মাদক, ও যুব অবক্ষয় রোধে যুব সমাজকে ভূমিকা পালন করতে আহ্বান করেন এবং যুব সমাজকে খেলাধুলা করতে উদ্বুদ্ধ করেন।