দামুড়হুদা অফিস: আলমডাঙ্গায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২১ এর ৩য় খেলায় দামুড়হুদা একাদশ জয়ী হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে আলমডাঙ্গার নাগদাহ ফুটবল মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। অর্নিবাণ সংঘের আয়োজনে খেলায় মুখোমুখি হয় আলমডাঙ্গা উপজেলার ওসমানপুর ফুটবল একাডেমি বনাম দামুড়হুদা স্পোর্টিং ক্লাব। খেলার নির্ধারিত সময়ে ওসমানপুর ফুটবল একাডেমিকে ৪-১ গোলে হারিয়ে দামুড়হুদা স্পোর্টিং ক্লাব জয়ী হয়। খেলায় প্রধান অতিথি ছিলেন নাগদাহ ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন নাগদাহ পুলিশ ক্যাম্পের আইসি এসআই সিদ্ধার্থ। দামুড়হুদা স্পোটিং ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন সহিদ আজম সদু, সাবেক মেম্বার ইকরামুল হক, ক্রীড়াপ্রেমী সহিদুল ইসলাম। প্রধান রেফারির দায়িত্বে ছিলেন স্বজল, সহকারী রেফারি ছিলেন রিপন ও ফিরোজ। খেলাটির সার্বিক সহযোগিতায় ছিলেন প্রভাষক মাহাফুজুর রহমান।