ডাউকি প্রতিনিধি: আলমডাঙ্গায় প্রীতি ফুটবল ম্যাচে দোয়ারপাড়া কিংস্টার একাদশ ২-১ গোলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। ফরিদপুর দোয়ারপাড়া গ্রামবাসীর আয়োজনে শুক্রবার বিকেলে আলমডাঙ্গার ফরিদপুর কারিগরপাড়া ফুটবলমাঠে এ খেলার আয়োজন করা হয়। খেলায় দোয়ারপাড়া কিংস্টার বনাম দোয়ারপাড়া সিটি বয়েজ ফুটবল প্রীতি ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই চলে। খেলায় দোয়ারপাড়া কিংস্টার একাদশের সাজন ও শুকুর ১টি করে গোল করেন। গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠা অবশেষে সিটি বয়েজের পক্ষে একমাত্র গোলটি করেন আমিন। ২-১ গোলে চ্যাম্পিয়ন হয় দোয়ারপাড়া কিংস্টার একাদশ। অবশেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের ট্রফি তুলে দেয়া হয়। ম্যাচ সেরা খেলোয়াড় হয়েছেন চ্যাম্পিয়ন দলের সাজন। খেলায় ধারাভাষ্যে ছিলেন এনএইচ শাওন। সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বেলগাছি ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ডা. রমজান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বেলগাছি ইউপি চেয়ারম্যান সহসভাপতি আমিরুল ইসলাম মন্টু। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাব সভাপতি শাহ আলম মন্টু, সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কবি ও শিক্ষক জামিরুল ইসলাম খান জামিল, বেলগাছি ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড মেম্বার রবিউল ইসলাম, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন ও বকুল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ভিকু ম-ল, আকুল ম-ল, জিন্নাত আলী, হাবলু মিয়া, তুষার, শাওন, আহমেদ, রোকন, রাহুল, রাছেল, পান্টু জামাল, শুকুর, হাসিবুল, ফারুক প্রমুখ।