আলমডাঙ্গায় আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার আলমডাঙ্গা এটিম মাঠে এই অনুষ্ঠানের উদ্বোধনের মধ্যদিয়ে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নুর এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনু, শিক্ষা অফিসার শামসুজোহা। প্রধান অতিথি আইয়ুব হোসেন বলেন, খেলাধুলার মধ্যদিয়ে ছাত্রছাত্রীদের দেহ ও মননের অন্তঃসত্ত্বাকে জাগ্রত করতে হবে। দেশ ও জাতি গঠনে পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে অধিক গুরুত্ব দিতে হবে। অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর বলেন, স্বাস্থ্যই সম্পদ। দেহ গঠন করার উপযুক্ত সময় এই ছাত্রজীবন। বাংলাদেশের ছাত্র-ছাত্রীরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতে এগিয়ে চলেছে।

Comments (0)
Add Comment