মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার বটিয়াপাড়া শিয়ালমারী ফুটবল মাঠে সাদিয়া গার্মেন্টস ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে বটিয়াপাড়া শিয়ালমারী মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে আনুষ্ঠানিকভাবে এ খেলার উদ্বোধন করা হয়। খেলায় নির্ধারিত বটিয়াপাড়া পূর্বপাড়া যুব সংঘকে ১-০ গোলে হারিয়েছে সবুজ এন্টারপ্রাইজ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আবু কায়েম বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক সারোয়ার হোসেন মধু উস্তাদ। বিশেষ অতিথি ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক আন্ডার ২০ কোচ (সি লাইসেন্স) সাদ্দাম হোসেন, আলমডাঙ্গা প্রেসক্লাবের মানবাধিকার বিষয়ক সম্পাদক সাংবাদিক অনিক সাইফুল, সাবেক মেম্বার ওহিদ আলী, জহুরুল ইসলাম খোকন, মশিউর রহমান মিলন, আব্দুল লতিফসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আমন্ত্রিত অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। এছাড়া টুর্নামেন্টের সেরা দর্শকদের পুরস্কৃত করা হয়। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন রাকিব, ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয় বেল্টু। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন প্রতিক হাসান, সহকারী রেফারি ছিলেন শাকিব ও সাজু।