বাড়াদী প্রতিনিধি: আলমডাঙ্গার পোলতাডাঙ্গায় বিবাহিত ও অবিবাহিতাদের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ৪টার দিকে পোলতাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টে বিবাহিতদের দলীয় কেপ্টেন ছিলেন আরিফ ও অবিবাহিতদের কেপ্টেন ছিলেন রাকিব হাসান। এ খেলার ৯০ মিনিটের প্রথমার্ধে অবিবাহিতরা ২-১ গোলে এগিয়ে থাকলেও খেলার শেষার্ধে ৩-২ গোলে হারিয়ে জয়লাভ করে বিবাহিতরা। এ খেলা দেখতে ছুটে আসেন গ্রামের সকল স্তরের মানুষ। এসময় উপস্থিত ছিলেন মো. নাসির, মুকুল, মাফিদ, কালন, শাকিল, দেলোয়ার, শুভ রহমান, মিলন, হাসান, ইয়াসির আরাফাত প্রমুখ।