আলমডাঙ্গার গোবিন্দপুরে মিনি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণকালে নঈম জোয়ার্দ্দার

মাদক থেকে দূরে থাকতে বেশি বেশি খেলার আয়োজন করতে হবে

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা গোবিন্দপুর নওদাবন্ডবিল এশিয়া স্পোটিং ক্লাবের উদ্যোগে মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে নঈম হাসান জোয়ার্দ্দার মিনি ফুটবল টুর্নামেন্টর ২০২০’র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে জোহা মাঠে ১৬ দলের মিনি ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা কালিদাসপুর স্কুলপাড়া একাদশ ও স্টেশনপাড়া আকাশ একাদশ অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় কালিদাসপুর স্কুলপাড়া একাদশ ট্রাইবেকারে ১-০ গোলে স্টেশনপাড়া আকাশ একাদশকে হারিয়ে জয়লাভ করে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন সোনাহারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের আহবায়ক জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি নঈম হাসান জোয়ার্দ্দার। এসময় তিনি বলেন, মাদক থেকে দূরে থাকতে বেশি বেশি খেলাধুলার আয়োজন করতে হবে। প্রত্যেক পিতা মাতাকে খেয়াল রাখতে হবে তার ছেলে কি করছে, কখন কোথায়, কার সাথে যাচ্ছে। প্রয়োজনে ছেলেকে সাথে করে খেলার মাঠে নিয়ে আসতে হবে।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক তাফসির আহমেদ লাল, পৌর যুবলীগের আহ্বায়ক আসাদুল হক ডিটু, যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর জাহিদুল ইসলাম, মামুন অর রশিদ হাসান, জেলা যুবলীগের সদস্য আজাদ আলী, আবু বকর সিদ্দীক আরিফ, যুবলীগ নেতা মাসুম, দরুদ, উপজেলা যুবলীগের সদস্য জাহাঙ্গীর আলম, শেখ মনিরুল, বুলবুল, মাহবুব, জুয়েল রানা সনি, সিদ্দিক মাস্টার, কাজী চন্দনসহ ইউনিয়ন যুবলীগের সভাপতি সম্পাদক। এশিয়া স্পোটিং ক্লাবের সভাপতি শরিফুল ইসলাম শাকার উপস্থাপনায় উপস্থিত ছিলেন রায়হান, আনিসুর রহমান, পিকলু, জাহাঙ্গীর, রনি, রকি, সবিজ, নাজমুল, সুমন, রাসেল, শিমুল, নয়ন, সজল, রব, টিপু, হাসান, সোহেল, তারেক, চান, পলাশ, সবুজ, জামিরুল, কালাম, শামিম প্রমুখ। পরে যুবলীগের প্রতিষ্ঠাতা মনির ৮২তম জন্মদিন উপলক্ষে কেক কেটে ও আতশবাজি ফুটিয়ে জন্মদিন পালন করা হয়।

 

Comments (0)
Add Comment