ভালাইপুর প্রতিনিধি: আলমডাঙ্গার কাঁটাভাঙ্গা-উদয়পুর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে আলমডাঙ্গার কাঁটাভাঙ্গা ফুটবল মাঠে খেলায় মুখোমুখি হয় উদয়পুর একাদশ ও কাঁটাভাঙ্গা একাদশ। খেলায় উদয়পুর একাদশকে হারিয়ে কাঁটাভাঙ্গা একাদশ জয়লাভ করে। খেলা শেষে কাঁটাভাঙ্গা স্কুলমাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাড়াদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য কাজল রেখা। বিশেষ অতিথি ছিলেন অ্যাড. মানি খন্দকার, অ্যাড. জিল্লুর রহমান জালাল, অ্যাড, মোখলেছুর রহমান, যুবলীগ নেতা ঈমান আলী প্রমুখ। অনুষ্ঠান সার্বিক পরিচালনায় ছিলেন বাড়াদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লাল্টু।