আলমডাঙ্গার আইন্দিপুরে ফুটবল মাঠের জন্য জমি দিলেন দু’ব্যবসায়ী

ভালাইপুর প্রতিনিধি: আলমডাঙ্গার আইন্দিপুরে ফুটবল মাঠের নামে নিজেদের জমি রেজিস্ট্রি করে দিলেন গ্রামের কৃতি সন্তান আব্দুল্লাহ সিটির স্বত্বাধিকারী আব্দুল মোমিন স্বপন ও ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বিশ্বাস। গ্রামের যুবসমাজ দীর্ঘদিন ধরে ফুটবল মাঠের দাবী নিয়ে প্রভাবশালীদের দ্বারে দ্বারে ঘুরে অবশেষে জমি পাওয়ায় গ্রামভর আনন্দ উল্লাস, মিষ্টি বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জানাগেছে, আলমডাঙ্গার চিৎলা ইউনিয়নের আইন্দিপুর গ্রামের যুবসমাজ দীর্ঘ ৫ বছর ধরে ফুটবল মাঠ করার দাবিতে গ্রামের প্রভাবশালীদের দ্বারে দ্বারে ঘুরছিলো। অবশেষে গ্রামের বিত্তশালীরা ঈদ উপলক্ষে গ্রামে এলে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষে পূর্বের মতো খেলা ও খেলোয়াড়দের মান অক্ষুন্ন রাখতে তাদের দারস্থ হয়। গ্রামের কৃতি সন্তান চুয়াডাঙ্গা আব্দুল্লাহ সিটির স্বত্বাধিকারী আব্দুল মোমিন স্বপন একবিঘা ও ঢাকাস্থ বিশিষ্ট ব্যাবসায়ী জাহাঙ্গীর আলম বিশ্বাস একবিঘা জমি ফুটবল মাঠের নামে রেজিস্ট্রি করে দেন। বাকি জমি কিনতে গ্রামবাসী আরো কয়েক লক্ষ টাকা নগদ প্রদান করেন। এতে গ্রামভর আনন্দ উল্লাস, মিষ্টি বিতরণ ও দোয়ার মাহফিল ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।

Comments (0)
Add Comment