আনোয়ারুল হক শাহী মেহেরপুর ডিএসএ’র সাধারণ সম্পাদক মনোনীত

 

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফএ) সদস্য আনোয়ারুল হক শাহী মেহেরপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছেন। গতকাল সোমবার মেহেরপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের এক সভায় আনোয়ারুল হক শাহীকে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। ফুটবল অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচিত সভাপতি নিজেই সাধারণ সম্পাদক নির্বাচিত করবেন। সম্প্রতি সভাপতি পদে উপ-নির্বাচনে সাবেক সাধারণ সম্পাদক আলহাজ আব্দুস সামাদ বাবলু বিশ্বাস সভাপতি নির্বাচিত হন। এতে সাধারণ সম্পাদকের পদ শূন্য হয়ে যায়। মেহেরপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে আনোয়ারুল হক শাহী দীর্ঘদিন যাবৎ যুক্ত রয়েছেন। প্রাক্তন ফুটবলার আনোয়ারুল হক শাহী ফুটবলের মান উন্নয়নে সকলের সহযোগিতা নিয়ে কাজ করবেন বলে তিনি জানান। মেহেরপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি কেএম আতাউল হাকিম লাল মিয়ার মৃত্যুজনিত কারণে মেহেরপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি পদ শূন্য হয়ে যায়।

Comments (0)
Add Comment