অবসর আলোচনায় মুশফিক-মাহমুদুল্লাহ

স্টাফ রিপোর্টার: সেঞ্চুরি করেননি। এমনকি হাফ সেঞ্চুরিও না। চ্যাম্পিয়নস ট্রফি থেকে টাইগারদের বিদায়ের পর আলোচনার কেন্দ্রবিন্দুতে মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সিনিয়র দুই ক্রিকেটারের বাজে শট খেলায় বিরক্তি প্রকাশ করেন দেশ ও বিদেশের সাবেক ক্রিকেটাররা। ভারতের সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফর ও দীনেশ কার্তিক দুই সিনিয়রের পারফরম্যান্সে হতাশ হয়েছেন। দীনেশ এক ধাপ এগিয়ে আবার সমালোচনা করেছেন বিসিবির। নতুনদের জায়গা দিতে দুজনকে সরে দাঁড়ানোর পরামর্শ দেননি। তবে বিসিবিকে সিদ্ধান্ত নিতে বলেছেন। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক দুই অধিনায়ক খালেদ মাহমুদ সুজন ও হাবিবুল বাশার সুমন জানিয়েছেন, অবসরের সিদ্ধান্ত দুজনকে নিতে বলেন। মুশফিক ও মাহমুদুল্লাহ বাংলাদেশ ক্রিকেটের প্রবাদ প্রতিম দুই ক্রিকেটার। মুশফিকের বয়স ৩৮, মাহমুদুল্লাহর বয়স ৩৯। মুশফিক আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন ২০০৫ সাল থেকে। বর্তমান ক্রিকেট বিশ্বে ২০ বছর টানা ক্রিকেট খেলছেন এমন ক্রিকেটার নেই। ওয়ানডে খেলছেন ২০০৬ সাল থেকে। ১৯ বছরে ২৭৪টি আন্তর্জাতিক ওয়ানডে খেলে রান করেছেন ৭৭৯৫। সেঞ্চুরি ৯ ও হাফ সেঞ্চুরি ৪৯টি। চ্যাম্পিয়নস ট্রফিতে দুটি ম্যাচ খেলে রান করেছেন ০, ২। নিউজিল্যান্ড ম্যাচে মিচেল ব্রেসওয়েলকে জোর করে সøগ সুইপ খেলে সাজঘরে ফিরেন মুশফিক। ভারত ম্যাচে বোঝার আগেই আউট হন। দুই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় তার অবসরের বিষয়টি এখন আলোচনার কোর্টে। সর্বশেষ ১০ ইনিংসে মুশফিকের রান যথাক্রমে ২, ০, ১, ৩৭*, ২৫, ৭৩*, ৪৫, ৪, ২১ ও ১০। মাহমুদুল্লাহ আন্তর্জাতিক ওয়ানডে খেলছেন ২০০৭ সাল থেকে। ২৩৯ ম্যাচে রান করেছেন ৫৬৮৯। সেঞ্চুরি ৪টি এবং হাফ সেঞ্চুরি ৩২টি। সর্বশেষ ১০ ইনিংসে তার স্কোর যথাক্রমে ৪, ৮৪*, ৬২, ৫০*, ৯৮, ৩, ২, ১, ০ ও ৩৭। মাহমুদুল্লাহ আউট হন ‘ডাউন দ্য উইকেট’ খেলে। দলের প্রয়োজনের সময় এমন শটস খেলায় অবাক হয়েছেন টাইগারদের সাবেক ব্যাটিং পরামর্শক ভারতের ওয়াসিম জাফর। তিনি বলেন, ‘২০১৯ বিশ্বকাপে সাকিবকে অসাধারণ পারফর্ম করতে দেখেছি। আমি জানি না এটা কি চাপের কারণে হয়, না তারা নিজেরাই বেশি চাপ নিয়ে ফেলে। মুশফিক যে শটটি খেলেছে, মাহমুদুল্লাহ যে বেপরোয়া শটটি খেলেছে, অবাক হয়েছি। গুরুত্বপূর্ণ এসব ম্যাচে তারা দায়িত্ব নেবে এবং নিজেদের প্রমাণ করবে, সেটাই প্রত্যাশিত। কিন্তু দুঃখজনকভাবে, আইসিসি টুর্নামেন্টগুলোতে তাদের গল্প একই রকম থেকে যাচ্ছে।’ দীনেশ কার্তিক ক্রিকবাজ টকশোতে দুই টাইগার সিনিয়র ক্রিকেটারের সমালোচনায় বলেন, ‘বাংলাদেশের দৃষ্টি এখন বড় পরিসরে রাখা উচিত। তারা কেবল দু-একটি দ্বিপক্ষীয় সিরিজ জিতেই খুশি। আমি ভেবেছিলাম মুশফিক-মাহমুদুল্লাহ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পরই অবসর নিয়ে ফেলবে। তারা আমাকে বিস্মিত করেছে। আমি আসলে এখনো তাদের দেখে বড় ধাক্কা খেয়েছি। তারা ১৬-১৭ বছর একসঙ্গে খেলছে, কিন্তু দেশের জন্য কিছুই জিততে পারেনি।’ মুশফিক ও মাহমুদুল্লাহকে খুব কাছ থেকে দেখেছেন মাহমুদ ও বাশার। মাহমুদ কোচ ছিলেন দুজনের। বাশার ছিলেন নির্বাচক। দুই সিনিয়রের অবসরের সিদ্ধান্তটি তাদের কোর্টে বল ঠেলে দেন দুই সাবেক অধিনায়ক।