স্টাফ রিপোর্টার: ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আফগানিস্তানের বিপক্ষে একটি সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী অক্টোবরে এই সিরিজ মাঠে গড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। গতকাল শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ। বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, ‘আমরা ইতোমধ্যে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সাথে পূর্বে স্থগিত হওয়া সিরিজ নিয়ে আলোচনা শুরু করেছি। রমজান পরবর্তী সময়ে আরো আলোচনা হবে এবং আমরা তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার আশা করছি, কারণ আমরা এটিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বিবেচনা করছি।’ সিরিজটি অক্টোবরে হতে পারে জানিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা বলেন, ‘আমি মনে করি, যদি আপনি এফটিপি (ফিউচার ট্যুর প্রোগ্রাম) দেখেন, তাহলে আপনি তথ্য পাবেন যে অক্টোবর ২ থেকে ১২ তারিখের মধ্যে একটি উইন্ডো (সময়) রয়েছে এবং আমরা তারিখ ও বিস্তারিত চূড়ান্ত করতে আলোচনা করছি।’ গত বছরের নভেম্বরে আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশ সর্বশেষ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে। সংযুক্ত আরব আমিরাতে সিরিজটি আয়োজিত হয় চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসেবে। এছাড়া গত জুলাইয়ে বাংলাদেশ সফরে আসার কথা ছিল দলটির। তবে ওয়ার্কলোডের কারণে বিসিবি সেটি স্থগিত করেছে। এবার অবশ্য আত্মবিশ্বাসী দুই বোর্ড। বিস্তারিত জানা যাবে অফিসিয়াল ঘোষণা আসলেই।