মেহেরপুর অফিস: ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে মেহেরপুরে তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের ছাদ মঞ্চে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মহীউদ্দীন আহমেদ। জেলা প্রশাসন আয়োজিত কর্মশালায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার তানজিনা শারমিন দৃষ্টির সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রনি আলম নুর, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাজওয়া আকরাম সাকাপি, মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার, পুলিশ সুপারের প্রতিনিধি পুলিশ পরিদর্শক বজলুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক খন্দকার মুইজ উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আশিক রাব্বি। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেহেরপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. গাজি রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা উপ-পরিচালক আশাদুল ইসলাম, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, ইসলামী ফাউন্ডেশনে উপ-পরিচালক এ জেএম সিরাজুম মূনির, কর্মশালায় ছাত্র, তরুণ, শিক্ষক, সাংবাদিক, ছাত্রনেতা, এনজিও প্রতিনিধি ও জনপ্রতিনিধির অংশগ্রহণে ৮টি গ্রুপ অংশ নেয়। তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ কেমন হবে সে বিষয়ে প্রতিটি গ্রুপ তাদের আলাদা আলাদা মতামত তুলে ধরেন।