মেহেরপুর অফিস: মেহেরপুর সদর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে আশিকুজ্জামান রানা নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালের দিকে মেহেরপুর পৌরসভার ৭নং ওয়ার্ড মল্লিকপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। আশিকুজ্জামান রানা মল্লিকপাড়ার আব্দুল মোতালেবের ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ দারা খানের নির্দেশে এএসআই শাকিল সঙ্গীয় ফোর্স নিয়ে মেহেরপুর শহরের মল্লিকপাড়ায় কবি নজরুল শিক্ষা মঞ্জিলের সামনে আশিকুজ্জামান রানার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
ছবি-৫। বক্তব্য রাখছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।