আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ৪জনকে জেল জরিমানা প্রদান করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানাগেছে, উপজেলার বেলগাছী ইউনিয়নের ডামোশ গ্রামের মৃত আহম্মদ আলী ওরফে হবিবারের ছেলে মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামি মিজারুল হক ওরফে লিজু (৪৮) ও পৌর এলাকার এরশাদপুর গ্রামের মৃত সের আলীর ছেলে জুর আলী (৪৯) দীর্ঘদিন ধরে গাঁজা সেবন ও বিক্রি করে আসছে। গতকাল সকালে আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে গাঁজা বিক্রিকালে লিজু ও জুর আলীকে ২৫ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করে। অপরদিকে উপজেলার ঘোলদাড়ি ক্যাম্প পুলিশ নাগদাহ মাঠে অভিযান চালিয়ে গাঁজা সেবনের প্রস্তুতকালে মৃত মতিয়ার রহমানের ছেলে জহুরুল ইসলাম (৩০) ও হাবিলের ছেলে রিয়াজুল ইসলামকে (২৫) আটক করে। আটকের পর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনারকে সংবাদ দেয়া হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) হুমায়ন কবীর পৃথক পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মিজারুল হক ওরফে লিজু ও জুর আলীকে ৬ মাস করে বিনাশ্রম কারাদ- ও ৫০ টাকা করে জরিমানা করেন। এছাড়াও নাগদাহ গ্রামের জহুরুল ও রিয়াজুলকে ২শ ৫০ টাকা করে জরিমানা করেন। এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এমএম সেলিম, সিদ্ধার্থ ম-ল, এসআই সুফল কুমারসহ সঙ্গীয় ফোর্স।