স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দর্শনায় সর্প দংশনে শিকার আসমা খাতুনকে (৫০) চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকালে নিজ বাড়িতে সাপে কাটে তার। দংশিত আসমা খাতুন দামুড়হুদা উপজলার দর্শনা আজমপুর গ্রামের নওশাদ আলীর স্ত্রী।
পারিবারিক সুত্রে জানা যায়, বুধবার সকালে রান্না ঘরে থাকা খড়ির গাদায় খড়ি আসনে যায় আসমা খাতুন। এসময় সেখানে থাকা একটি বিষধর সাপ আসমা খাতুনের বাম হাতে দংশন করে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বলেন, আসমা খাতুনের অবস্থা শঙ্কামুক্ত। প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করে পর্যবেক্ষনে রাখা হয়েছে।