করোনা ভাইরাস জনিত কারনে চুয়াডাঙ্গায় ব্যাতিক্রমভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিক্রি শুরু হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্য্যালয়ের সামনে নিত্য প্রয়োজনীয় বিক্রয়ের ভ্যান কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। ক্যার্যক্রমটি আয়োজন ও বাস্তবায়নে জেলা প্রশাসন, জেলা পুলিশ, পৌরসভা, কৃষি বিপনণ অধিদফতর ও কাঁচামাল আড়ৎ সমিতি। উদ্বোধনের সময় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, লকডাউনে সাধারণ মানুষের কষ্ট লাঘবই এই ক্যার্যক্রমের মূূূল উদ্দেশ্য। আশা করি এই ক্যার্যক্রমের সুফল আমরা পাবো। ভ্যানে রেখে পন্য বিক্রিতে বিক্রেতার যেমন সুবিধা হবে, তেমনই ভোক্তারাও স্বাস্থ্য সম্মত পরিবেশে প্রয়োজনীয় দ্রব্যাদী কিনতে পারবেন।