মুন্সিগঞ্জ/আসমানখালী প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ইব্রাহিম হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন তার ভাতিজা নাজমুল হোসাইন। গতকাল মঙ্গলবার সকাল ৬টার দিকে নতিডাঙ্গা গ্রামের মধুখালীর মাঠের সড়কে ওই দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম হোসেন (২৫) আলমডাঙ্গা উপজেলার বড় গ্রামের খলিলুর রহমামের ছেলে। আহত নাজমুল হোসাইন (১৬) একই গ্রামের কাশেম আলীর ছেলে।
স্থানীয়রা জানান, সকালে আনসার ব্যাটালিয়নে পরীক্ষা দিতে কুষ্টিয়ার উদ্দেশ্যে বের হন নাজমুল হোসাইন। ভাতিজা নাজমুলকে একটি মোটরসাইকেলযোগে (চুয়াডাঙ্গা-হ-১২-৪৬৯০) আলমডাঙ্গার মুন্সিগঞ্জে রাখতে যাচ্ছিলেন চাচা ইব্রাহিম হোসেন। এসময় নতিডাঙ্গা গ্রামের মধুখালীর মাঠে পৌঁছুলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি বেলগাছের সাথে ধাক্কা মারে চালক। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল চালক ইব্রাহিম। গুরুতর আহত হন স্কুলছাত্র নাজমুল। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেলে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবীর জানান, ‘বড়গাংনী গ্রামের ইব্রাহিম হোসেন তার ভাতিজা নাজমুলকে ট্রেনে তুলে দিতে মোটরসাইকেলে চুয়াডাঙ্গায় যাচ্ছিলো। পথে নতিডাঙ্গা গ্রামের মধুখালীর মাঠে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি বেলগাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান ইব্রাহিম হোসেন।’ কোনো অভিযোগ না থাকায় নিহত ইব্রাহিম হোসেনের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।