মেহেরপুর অফিস: মেহেরপুর সদর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে রুবেল খান (২৭) ও রকি ইসলাম (২২) নামে দুই ব্যক্তিকে আটক করেছে। এসময় পুলিশ তাদের কাছ থেকে চার বোতল ফেনসিডিল উদ্ধার করে। আটককৃত রুবেল খান মেহেরপুর পুরাতন পোস্টঅফিস পাড়ার আরিফ খানের ছেলে এবং রকি ইসলাম মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে। গত বুধবার দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। জানা গেছে, মেহেরপুর সদর থানা পুলিশের এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।