অপহৃত উদ্ধার : দর্শনার ছোট বলদিয়ার তিন অপহরণকারী  গ্রেফতার

জীবনননগর ব্যুরো: অপহরণের মাত্র দুই ঘন্টার মাথায় পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে ৩ অপহরণকারীকে গ্রেফতার করেছে। এসময় উদ্ধার করা হয়েছে অপহৃতকে। গতকাল বুধবার বেলা ১২টার দিকে জীবননগর থানা ও দর্শনা থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে অপহৃতকে উদ্ধারসহ ৩ অপহরণকারী গ্রেফতার করতে সক্ষম হয়।

জীবননগর থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম প্রেস ব্রিফিং-এ জানান, জীবননগর উপজেলার কাশিপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে আনারুল ইসলাম গত শুক্রবার দর্শনা মদনা গ্রামের শ্বশুরালয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। ওই দিন বেলা আনুমানিক ১২টার দিকে আব্দুল মজিদের মোবাইল ফোনে অজ্ঞাত ব্যক্তি জানায় তার ছেলেকে পাওনা ৫৭ হাজার টাকা আদায়ের জন্য আটকে রাখা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে পাওনা টাকা পরিশোধ  করা না হলে তার ছেলেকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়া হয়। পরিবারের সদস্যরা ছেলেকে খোঁজা খুজি করে না পেয়ে অবশেষে জীবননগর থানায় গতকাল সকাল ১০টার দিকে পিতা আব্দুল মজিদ একটি অপহরণ মামলা দায়ের করেন। চুয়াডাঙ্গা পুলিশ সুপার মো. জাহিদুল ইসলামের নির্দেশে অপহৃতকে উদ্ধারে অভিযানে নামেন জীবননগর থানা পুলিশ। দর্শনা মডেল থানার ওসি মাহাব্বুর রহমান ও জীবননগর থানার ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ সঙ্গীয় ফোর্স নিয়ে পারকৃষ্ণপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের হাতে অপহরকারী ছোটবলদিয়া গ্রামের আব্দুস সামাদের ছেলে মামুন (৪৫), একই গ্রামের খাতের আলীর ছেলে আলমগীর হোসেন ওরফে বেল্টু (৩৭) ও পারকৃষ্ণপুর গ্রামের আবুল কালামের ছেলে মনজুকে (৩৬) আটক করে। এ সময় অপহরণকারীদের কবল থেকে অপহৃত আনারুলকে উদ্ধার করে পুলিশ।

 

 

Comments (0)
Add Comment