পুলিশ পরিচয়ে ভাড়ায় নিয়ে বংকিরার সুজনের ইজিবাইক ছিনতাই

গড়াইটুপি প্রতিনিধি: ঝিনাইদহের ডাকবাংলা পুলিশ ফাঁড়ির সদস্যরা নিখোঁজ হওয়া ইজিবাইক চালক সুজন বিশ্বাসকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে। গত রোববার মধ্যরাতে রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ডাকবাংলা পুলিশ ক্যাম্পের এসআই মোখলেসুর রহমান উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায় তাকে। জৈনক এক ব্যক্তি গত রোববার দুপুরে পুলিশ পরিচয়ে ভাড়ায় যাওয়ার কথা বলে ইজিবাইক চালক সুজনকে ডাকবাংলা বাজারে ডেকে নেয়। পরে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানোর পর রাতে আবারো চক্রটি ডাকবাংলা বাজারে আসে এবং একটি বাড়িতে সুজনকে খাবারের সাথে অচেতন করার ওষুধ খাওয়ায়। ছিনতাইকারীদের দেয়া খাবার খেয়ে সুজন অজ্ঞান হয়ে পড়ে। এ সুযোগে সুজনের ইজিবাইক পালিয়ে যার তারা। সুজন বংকিরা গ্রামের মরহুম আজগার আলী বিশ্বাসের ছোট ছেলে। গতকাল সোমবার সকালে খবর পেয়ে সুজনের বড় ভাই শাহীন ও তার চাচা বঞ্চিত সংগঠনের চেয়ারম্যান আনোয়ার পাশা বিদ্যুত ডাকবাংলা পুলিশ ক্যাম্প থেকে নিয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন সুজনকে। সুজনের শারীরিক অবস্থা ভালো হলে মামলা করা হবে বলে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে। এদিকে অক্ষত অবস্থায় প্রাণে বেঁচে যাওয়ায় তার পরিবার-পরিজন মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করেছেন।

Comments (0)
Add Comment